ডোমজুড়ে রাজীব ব্যানার্জির মিছিলে তীব্র উত্তেজনা
অমিত জানাঃ হাওড়াঃ রাজীব ব্যানার্জি গদ্দার, মিরজাফর। রাজীব ব্যানার্জি গো ব্যাক। এমনকি কালো পতাকা নিয়ে একদল মানুষ রাজীব ব্যানার্জির উদ্দেশ্যে এই শ্লোগানই তুলছিল। এর মধ্যেই দু পক্ষের মধ্যে শুরু হয় অশান্তি। রাজীব ব্যানার্জির প্রচারকে ঘিরে শুরু হয় উত্তেজনা। বেশ কিছুজন বিক্ষোভও দেখাল। বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে হাতাহাতিও শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করে। রবিবাসরীয় সকালে উত্তেজনার এই ছবি ফুটে উঠলো হাওড়ার ডোমজুড়ের বাঁকড়ায়।
জানা গিয়েছে, গতকাল সকালে বিজেপি সমর্থিত হাওড়ার ডোমজুড় কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব ব্যানার্জি হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া ফাঁড়ির কাছ থেকে মিছিল বের করেন। মিছিল বাঁকড়ার জোড়ামন্দিরে আসতেই সেখানে কিছুজন রাজীব ব্যানার্জিকে গদ্দার এবং মিরজাফর বলে শ্লোগান তোলেন। এরপর দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এরপর পুলিশ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ শুরু করে। তারপর মিছিল বাঁকড়া দোতলা হয়ে জাপানিগেটের কাছে গিয়ে শেষ হয়। এই সম্পর্কে বিজেপি নেতা রাজীব ব্যানার্জি জানান, “যাদের হাতে পেনসিল নিয়ে থাকার কথা তাদের হাতে পতাকা ধরিয়ে দিচ্ছে। ডোমজুড়ের মানুষ সবটাই জানেন। এর ফল ভোটের ফলাফলে পাওয়া যাবে”। এদিনের ঘটনা প্রসঙ্গে তিনি আরো বললেন যে, “এরা যতো করবে ডোমজুড়ের মানুষ আমাকে ততোই আর্শীবাদ করবেন”।
যেখানে বিজেপি কর্মসূচী নিচ্ছে, সেখানে তৃণমূল দু’বার গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করছে। এই সম্পর্কে প্রশ্ন করা হলে রাজীব ব্যানার্জি জানিয়েছেন, “যাদের যেমন রাজনৈতিক মনোভাব। যে যেমন সংস্কৃতিতে বিশ্বাস করে। কিন্তু আমার সঙ্গে ডোমজুড়ের মানুষ একাত্ম। আমি ডোমজুড়ের একজন সদস্য। তাই ডোমজুড়ের মানুষ আমাকে দু’হাত তুলে আর্শীবাদ করবেন”।