নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদায় ঘটে গলো এক অবিশ্বাসযোগ্য চাঞ্চল্যকর ঘটনা। যা দেখে সকলেই স্তম্ভিত। ঘটনাটি মালদার দক্ষিণ ভাটরা এলাকায় ঘটেছে। যেখানে দেখা গেলো মাকে ডাইনি অপবাদ দিয়ে ছেলে নিজে মাকে খুন করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতার নাম বুধিয়া হেমব্রম। বয়স ৫০ বছর। দু’মাস আগেই স্বামীর মৃত্যু হয়েছে। বুধিয়া দেবীর চার ছেলে। দুই ছেলে বাড়িতে থাকতেন। এক ছেলে ভিন্ রাজ্যে কাজ করেন ও আরেক ছেলে ভবঘুরে।
Sponsored Ads
Display Your Ads Here
স্থানীয়দের তরফে দাবী করা হয়েছে যে, “বাবার মৃত্যু পর থেকেই বুধিয়া দেবীর উপর দুই ছেলে অত্যাচার করতেন”। অষ্টমী হাঁসদা নামে গ্রামের এক বাসিন্দা জানান, ”মৃতার এক ছেলে প্রায়ই বলত মা নাকি তার বাবাকে খেয়েছে। মায়ের জন্য নাকি বাড়িতে অসুখ-বিসুখ লেগেই ছিল। তাই মাকে ডাইনি সন্দেহ করে ব্যাপক মারধর করতো। গতকালও মারধর করেছিল”।
Sponsored Ads
Display Your Ads Here
গতকাল সকালে দীর্ঘক্ষণ দরজা না খোলায় স্থানীয়রা দরজা ভেঙে ঘরে ভেতরে ঢুকতেই দেখা যায় যে বুধিয়া দেবীর রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। শরীরে একাধিক স্থানে ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। গলায় পোড়া ক্ষতচিহ্নও ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর মালদা থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে বুধিয়া দেবীর দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় অভিযুক্ত ছেলের খোঁজে তল্লাশী শুরু করা হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকাময় ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে।