পিঙ্কি পালঃ কলকাতাঃ বর্তমান যুগে দাঁড়িয়েও কন্যা সন্তানকে হত্যা করার প্রবণতা লেগেই আছে। এবার খাস কলকাতাতেই কোজাগরী লক্ষ্মী পুজোর রাতে ঘরের সদ্যোজাত লক্ষ্মী হাসপাতালেই বালিশ চাপা দিয়ে দিয়ে হত্যা করলো খোদ মা নিজেই। অভিযুক্ত মহিলার নাম লাভলি সিং।
জানা গেছে, সোমবার হাসপাতালে ভর্তি হয়ে মঙ্গলবার সকালবেলা ওই ওই কন্যাস্নতানের জন্ম হয়। আর গতকাল রাতে দক্ষিণ কলকাতার একবালপুরের একটি নার্সিংহোমে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কন্যাস্নতান পছন্দ না হওয়ায় সদ্যোজাত সন্তানকে বালিশ চাপা দিয়ে খুন করার কথা নিজেই স্বীকার করে নিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ সূত্রে জানা যায়, লাভলি সহ তার পরিবারের আশা ছিল ছেলে হবে। মেয়ে হোক কেউ চায়নি। মধ্যরাতেও ডাক্তার-নার্সরা মায়ের পাশে কন্যাস্নতানটিকে দেখেছিলেন। সুস্থই ছিল। কিন্তু ভোরবেলা কন্যাস্নতানটির নিথর দেহ হাসপাতালের বেডে দেখা যায়। এরপর ময়নাতদন্তের তথ্যে জানা গিয়েছে, কন্যাস্নতানটির শ্বাসরোধের জেরে মৃত্যু হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
মহিলার স্বামীকে পুলিশ গ্রেপ্তার করে জানতে পেরেছেন, রাতেরবেলা হাসপাতালের বেডে স্ত্রীর পাশেই শুয়ে ছিলেন। তবে কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন। বাইরে থেকে ফিরে এসে দেখেন এই ঘটনা ঘটেছে। এর পাশাপাশি ইতিমধ্যে পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করেছে।
Sponsored Ads
Display Your Ads Here