চয়ন রায়ঃ কলকাতাঃ গত রবিবারে গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডে শিল্পকর্তা সুবীর চাকি ও তার গাড়ি চালক রবীন মণ্ডলের খুনের ঘটনায় আজ আদালত ধৃত পরিচারিকা মিঠু হালদারের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
আগামী ৩ রা নভেম্বর অবধি মিঠুকে পুলিশ হেফাজতেই থাকতে হবে। মিঠুকে জিজ্ঞাসাবাদ করে সেই সংক্রান্ত সমস্ত তথ্য জানা যাবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিঠু জেরায় তদন্তকারীদের জানান যে, মিঠুর বড়ো ছেলে ভিকি হালদারই এই খুনের ঘটনার মূল অভিযুক্ত। কিন্তু এখনো পর্যন্ত ভিকি অধরা। একই সাথে ওই খুনের ঘটনায় জড়িত বেশ কয়েকজন পলাতক রয়েছে। ইতিমধ্যে পুলিশ বাকি অভিযুক্তদের তল্লাশি শুরু করে দিয়েছে।