অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আচমকা মোবাইল ফোনের ব্যাটারি ফেটে প্রাণ হারালেন দক্ষিণ চব্বিশ পরগণার কুলপির রামকৃষ্ণপুরের গরানকাঠি এলাকার একজন গৃহবধূর। মৃত গৃহবধূর নাম শম্পা বৈরাগী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুরবেলা শম্পা দেবী বাড়িতে মাথার কাছেই মোবাইল রেখে চার্জ দিচ্ছিলেন। সেই সময় হঠাৎ করে বিকট শব্দে মোবাইলের ব্যাটারি ফেটে গিয়ে গুরুতর আহত হন। এরপর তড়িঘড়ি তাকে কুলপি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
তবে আজ শম্পা দেবী হাসপাতালেই মারা যান। তারপর মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কুলপি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিষয়টির তদন্ত শুরু করেছেন। পাশাপাশি হঠাৎ করে মোবাইল ফোনটি ফেটে গেল কিভাবে তা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।