চয়ন রায়ঃ কলকাতাঃ আগামী ৩ রা ফেব্রুয়ারী অর্থাৎ বৃহস্পতিবার থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলি খুলছে। এবার অফলাইনেই অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী এছাড়া কলেজ, বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু হচ্ছে। আর পঞ্চম থেকে সপ্তম শ্রেণী অবধি পাড়ায় পাড়ায় পাঠশালা চালু করা হবে।
আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই ঘোষণা করলেন।
এছাড়া একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। যেমন-
১) ৪ ঠা ফেব্রুয়ারী ও ৫ ই ফেব্রুয়ারী পড়ুয়ারা সরস্বতী পুজো করতে পারবে।
২) সরকারী-বেসরকারী অফিসে ৭৫ শতাংশ উপস্থিতির সংখ্যা ৭৫ শতাংশ হবে।
৩) নেতাজি ইন্ডোরে অনুষ্ঠানের জন্য ৭৫ শতাংশ আসন নিয়ে অনুষ্ঠান করা যাবে।
৪) বার, রেস্তোরাঁ, থিয়েটার, সিনেমা হল ৭৫ শতাংশ মানুষ নিয়ে চালু থাকতে পারবে।
৫) বিয়ে বাড়িতেও ৭৫ শতাংশ আত্মীয়-পরিজনদের নিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা যাবে।
৬) সমস্ত সুইমিং পুল খুলে দেওয়া হচ্ছে এবং বিনোদন মূলক পার্ক খুলে দেওয়া হচ্ছে।
৭) নৈশ কার্ফু রাত ১০ টার পরিব্রতে রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি থাকবে।
৮) সিএবিরও আইপিএল আসছে। সুতরাং একটা ভেন্যু থেকে ৭৫ শতাংশ ক্যাপাসিটি রেখে করতে পারবে।
৯) নিয়মিত মুম্বই ও দিল্লির বিমান ওঠানামা করবে। ইউকে কলকাতা উড়ান হবে। তবে এখানে নেমে আরটিপিসিআর করতে হবে।
কিন্তু রাস্তায় সভা এবং মিছিলের ক্ষেত্রে পুরোনো নিয়ম অনুযায়ী সর্বাধিক ২০০ জনের জমায়েতই থাকবে। এই সমস্ত বিধিনিষেধ ১৫ ই ফেব্রুয়ারী অবধি বলবৎ করা হলো।