নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ এ যেন এক স্তম্ভিত ঘটনা। নিজের পরিবারের হাতেই প্রাণ হারাতে হলো নাবালিকাকে। মধ্যপ্রদেশের খরগন জেলায় পরিবারের সম্মান রক্ষার জন্য পরিবারের লোকেরাই বাড়ির ১৭ বছরের মেয়েকে খুন করল।
পুলিশ সূত্রে জানা যায়, ১৭ ই মার্চ মৃত নাবালিকার বাবা কন্যার অপহরণের কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করে। ঠিক এর পরদিনই মেয়েটির মৃতদেহ বাড়ির সামনের একটি পুকুরে ভেসে উঠতে দেখা যায়। তারপর মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসলে জানা যায় মেয়েটিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে জলে ফেলে দেওয়া হয়েছে। কারণ মেয়েটির গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে।
মহকুমাশাসক মনসিং ঠাকুর জানিয়েছেন, “পুলিশ তদন্তে নেমে বাড়ির লোকেদের জিজ্ঞাসাবাদ করলে তাদের বয়ানে অসংলগ্নতা ধরা পড়লে জানা যায় মেয়েটির একটি যুবকের সঙ্গে সম্পর্ক থাকায় সেটি পরিবারের সদস্যরা মেনে নিতে পারেনি। তারা মেয়েটিকে নিজের ফোন থেকে তার প্রেমিকের নম্বর ডিলিট করতে বললে মেয়েটি রাজি না হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মেয়েটিকে খুন করা হয়”।
Sponsored Ads
Display Your Ads Hereপুলিশ এই ঘটনায় মেয়েটির বাবা রাকেশ ভানশ, মা রেখা ভানশ, ভাই রোহিত ভানশ, কাকা মহেশ আঞ্জালে সহ কাকিমা পিঙ্কি আঞ্জালেকে আটক করেছে।