নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ হাঁসখালি কাণ্ডের পর এবার বীরভূমের খয়রাশোল ব্লকের কাঁকরতলা থানার সাহাপুর গ্রামে মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল খোদ বাবার বিরুদ্ধে। আর এই অভিযোগটি নাবালিকা নিজেই বাড়ি থেকে বেরিয়ে একা একা থানায় গিয়ে বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
জানা যাচ্ছে যে, গত সোমবার বোলপুরে সঙ্গীদের নিয়ে নিজের মেয়েকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। এর পাশাপাশি সাহাপুরের বাসিন্দা গিদান শেখ ওরফে গাদু তার ১৫ বছর বয়সী মেয়েকে বেশ কয়েক বার ধর্ষণ করে। নাবালিকা বিষয়টি মাকে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেননি।
Sponsored Ads
Display Your Ads Here
তাই মা পুলিশের কাছে অভিযোগ জানাতে অমত থাকলেও ওই নাবালিকা বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে কাঁকরতলা থানায় গিয়ে নিজেই থানায় গিয়ে বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগের ভিত্তিতে গিদানকে গ্রেপ্তার করেছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনায় অভিযুক্তের স্ত্রী পুরো বিষয়টি অস্বীকার করে জানান, ‘‘আমার স্বামী এমন কোনো কাজ করেননি। প্রতিদিন মেয়ের সাথে ঝগড়া হওয়ার কারণে মেয়ে এই অভিযোগ করেছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, এই ঘটনায় গিদানকে দুবরাজপুর আদালতে হাজির করানো হবে। এছাড়া অভিযুক্ত গিদান এলাকায় দুষ্কৃতী হিসাবেই পরিচিত ছিলেন। তাকে তৃণমূলের খয়রাশোলের ব্লক সভাপতি দীপক ঘোষ খুনের মামলাতেও গ্রেপ্তার করা হয়েছিল।