অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ মধ্যবিত্তের দুর্ভোগ বাড়িয়ে ফের রান্নার গ্যাসের দাম বাড়লো। আজ থেকে কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়ে ৯১১ টাকা হলো। অর্থাৎ রান্নার গ্যাসের দাম ২৫ টাকা বৃদ্ধি পেয়েছে।
গত বছর ডিসেম্বর থেকে এখনো অবধি এলপিজির দাম ধাপে ধাপে ২৯০ টাকা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি কমার্শিয়াল সিলিন্ডারেরও দামও বৃদ্ধি পেয়েছে। ৭৩.৫০ টাকা বৃদ্ধি পেয়ে ১৭৭০.৫০ টাকা হয়েছে। গত ১৭ ই আগস্ট ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম ২৫ টাকা বেড়েছিল। এবার আগস্ট মাসের পর থেকে দু’সপ্তাহের মধ্যে প্রায় ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এমনিতেই অতিমারীর কালে বহু পরিবারে আর্থিক অস্বচ্ছলতা এসেছে। করোনা আবহের জেরে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। আবার অনেকে অর্ধবেতনে চাকরী করছেন। এই পরিস্থিতিতেই গত কয়েক মাস ধরে লাগাতার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্তদের মাথায় হাত পড়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির ইস্যুতে বিজেপি বিরোধী দলগুলি কেন্দ্রের তুমুল সমালোচনায় সরব হয়েছে। যদিও কেন্দ্রীয় সরকার গ্যাসের দাম কমানো নিয়ে কোনো তত্পরতা নেয়নি। অন্যদিকে গত কয়েক মাস থেকে পেট্রোপণ্যের লাগাতার দাম বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে।
Sponsored Ads
Display Your Ads Here