রায়া দাসঃ কলকাতাঃ পার্কস্ট্রিটের মির্জা গালিব স্ট্রিটে গুলি চলার ঘটনায় আজ পুলিশ মূল অভিযুক্ত সোনাকে ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে এই গুলিকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে পাঁচ জন হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার বিকেলবেলা এক জন যুবক সোনা ও তার দলবলের সাথে বাইক নিয়ে রেষারেষিতে জড়িয়ে পড়েছিল। রাতেরবেলা সেই নিয়েই আবার নতুন করে বচসা শুরু হয়েছিল। আর বচসা চলাকালীন ওই যুবককে গুলি চালিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ওই যুবকের ডান পায়ে গুলি লাগলে প্রত্যক্ষদর্শীদের সহায়তায় কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছিল। পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে। আর ওই যুবক পুলিশকে বলেছিল, “সোনা নামের এক জন তাকে লক্ষ্য করে গুলি চালায়।” আর এরপর থেকেই সোনার খোঁজ শুরু হয়।
পাশাপাশি পুলিশ এই ঘটনার তদন্তের সূত্রে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে শনিবার রাতেরবেলা তিন জনকে এবং রবিবার সকালবেলা আরো এক জনকে গ্রেফতার করেছিল। অভিযুক্তরা হলো ২৪ বছর বয়সী মির্জা গালিব স্ট্রিটের বাসিন্দা আফসার আলি, ৩১ বছর বয়সী কলিন স্ট্রিটের বাসিন্দা আসিফ আহমেদ, ৪১ বছর বয়সী মির্জা গালিব স্ট্রিটের বাসিন্দা ফারুক খান ও সোনার শ্যালক সাব্বির। এই ঘটনায় আফসার, আসিফ এবং ফারুককে গুলি চালাতে দেখা না গেলেও সাব্বিরকে গুলি চালাতে দেখা যায়। তারপর সাব্বিরকে জিজ্ঞাসাবাদ করে সোনার সন্ধান পাওয়া যায়।