ব্যুরো নিউজঃ তাইওয়ানঃ সন্দেহ ও রাগের বশে মানুষ নানা ভয়াবহ কাণ্ড ঘটিয়ে ফেলতে একটুও পিছ্পা হয় না।
তাই এবার প্রেমিক অপর মহিলার সঙ্গে প্রেম করার পাশাপাশি তার সাথে শারীরিক সম্পর্ক আছে এই সন্দেহে প্রেমিকা প্রেমিকের যৌনাঙ্গ কেটে বাথরুমের কমোডে ফেলে ফ্লাশ করে দিল। মর্মান্তিক এই ঘটনাটি তাইওয়ানের ছাংউয়া কাউন্টির জিহু টাউনশিপে ঘটেছে।
সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, প্রেমিকার নাম ফুং। প্রেমিকের নাম হুয়াং। হুয়াং তিন সন্তানের পিতা। দশ মাস আগেই বিবাহবিচ্ছিন্না ফুং এর সঙ্গে সম্পর্কে লিপ্ত হন। তারা একইসঙ্গে একই বাড়িতে থাকতেন। কিন্তু এরমধ্যেই হুয়াং এর জীবনে আরেক রমণী আসাতেই বিপত্তি ঘটে।
দুপুর বেলা হুয়াং ওয়াইনে ভিজিয়ে রাখা চিকেন নুডল খেয়ে গাঢ় ঘুমে মগ্ন ছিলেন। আর সেই সুযোগ নিয়েই প্রেমিকা ফুং রান্নাঘরে ব্যবহার করা কাঁচি দিয়ে প্রেমিক হুয়াং এর পুরুষাঙ্গ কেটে নিল।
যদিও এরপর ফুং নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে গোটা বিষয়টি জানান। পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির বাইরে থেকে রক্তমাখা কাঁচি উদ্ধার করা হয়েছে। হুয়াংকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রক্ত পড়া বন্ধ করতে অস্ত্রোপচার করা হয়।
চিকিৎসক সূত্রে জানানো হয়েছে, হুয়াং আপাতত সুস্থ আছে। কিন্তু ভবিষ্যতে আর কখনো তিনি যৌন সঙ্গম করতে পারবেন না। পুলিশ অভিযুক্ত প্রেমিকাকে আটক করেছে।