মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার বনগাঁ ব্লকের ধর্মপুকুরিয়া পঞ্চায়েত এলাকায় নিম্নমানের মালপত্র দিয়ে রাস্তা তৈরীর অভিযোগ তুলে গ্রামবাসীরা রাস্তার কাজ বন্ধ করে দিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় ঘাটবাওর এলাকা থেকে বিভূতিভূষণ ঘাট অবধি সড়কের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। দীর্ঘদিন থেকে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে আছে। কিছুদিন আগে গ্রামবাসীদের দাবী মেনে জেলা পরিষদের উদ্যোগে সংস্কারের কাজ শুরু হয়। শুধুমাত্র এক অংশেই পিচ পড়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereকিন্তু গ্রামবাসীদের অভিযোগ যে, ‘‘২০১৩ সালে শেষবার রাস্তার কাজ হয়েছিল। তখনও রাস্তার সব জায়গায় পিচ ও পাথর পড়েনি। তিনটি কালভার্ট তৈরী করার কথা ছিল। তাও হয়নি। পিচের উপর দিয়ে যানবাহন চলাচল করতেই পিচ উঠে যাচ্ছে। হাত দিয়ে টান দিলেই পিচের চাঙড় উঠে আসছে। খারাপ মালপত্র দিয়ে কাজ হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereরাস্তা তৈরীর পরে আবারও যদি পিচ উঠে যায় তাহলে এভাবে কাজ না করাই ভালো। আর জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ না আসলে কোনো কাজ করতে দেওয়া হবে না’’। সুতরাং এইসব অভিযোগ তুলে গ্রামবাসীরা রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Hereজেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী জানান, ‘‘এখন মেরামতির কাজ চলছে। পিচ পড়তেই গ্রামবাসীরা খোঁড়াখুঁড়ি শুরু করেছেন। এই অভিযোগের তদন্ত করতে সহকারী বাস্তুকারকে পাঠানো হচ্ছে। তিনি রিপোর্ট দেবেন। সেই মতো পদক্ষেপ গ্রহণ করা হবে’’।