চয়ন রায়ঃ কলকাতাঃ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কালীঘাটের বাড়ি থেকে তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন। গত ১০ বছরে তাঁর সরকার ‘১১০ শতাংশ কাজ করার পাশাপাশি ১০০ দিনের কাজে দেশে আমরা প্রথম’ এই দাবী করে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন। তৃণমূল সরকার ক্ষমতায় ফিরলে আগামী ৫ বছরে ৫ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হল।
ইস্তাহারে কন্যাশ্রী, রূপশ্রী ও স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পগুলি চালিয়ে যাওয়ার সাথে সাথে নতুন প্রকল্পের ঘোষণা করা হলো।
১) ১৮ বছরের ঊর্ধ্বে জাত-ধর্ম নির্বিশেষে সকলের বিধবা ভাতা মাসে ১ হাজার টাকা হবে।
২) রাজ্যের সব পরিবারকে বছরে ৬,০০০ টাকা দেওয়া হবে। তফশিলীদের ক্ষেত্রে ১২,০০০ টাকা দেওয়ার কথা বলা হয়েছে।
৩) এবার থেকে বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেওয়া হবে।
৪) প্রতিটি ঘরে জল ও বিদ্যুত্ পৌঁছে দেওয়া হবে।
৫) প্রতিটি ব্লকে মডেল আবাসিক স্কুল তৈরি হবে।
৬) সবল যুব নামে নয়া প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের ‘ক্রেডিট কার্ড’ দেওয়া হবে। যেখানে শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকা ঋণ দেওয়া হবে। এতে কোনো জামিন লাগবে না।
৭) কৃষকদের জন্য বাত্সরিক ১০ হাজার টাকা দেওয়া হবে।
৮) বড়ো শিল্পে ৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ। আর ক্ষুদ্র সহ মাঝারি শিল্পে ১০ লক্ষ ইউনিট তৈরি হবে।
৯) দারিদ্রসীমার নীচে থাকা মানুষের সংখ্যা ২০% থেকে কমিয়ে ৫% করা হবে।
১০) রাজ্যে ৫ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি করে বেকারত্বের হার অর্ধেকে কমিয়ে আনা হবে।
১১) অনেক জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় নিয়ে আসা হবে।
১২) ১ কোটি ৭৫ লাখ কর্মদিবস তৈরি করা হয়েছে।
১৩) মণ্ডল কমিশনের রিপোর্ট কার্যকর করতে বিশেষ টাস্ক ফোর্স। তিলি, সাহা, মাহিষ্য, তামুলি এবং কিষাণদের ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হবে।