চয়ন রায়ঃ কলকাতাঃ অবশেষে ২০২১ সালের বাংলার নির্বাচনী প্রার্থী তালিকা ঘোষণা করা হলো।
দলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকা ঘোষণা করার সময় তৃণমূল সুপ্রিমো বলেন, “আমি কথা দিয়ে কথা রেখেছি। আমি শুধু নন্দীগ্রাম থেকেই লড়াই করব। তবে এবার ভবানীপুর আসনে লড়াই করবেন শোভন দেব চট্টোপাধ্যায়। পাহাড়ের তিনটি আসন ছাড়া ২৯১ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূলের প্রার্থী তালিকায় এবার রয়েছে প্রচুর তারকাদের মুখ।
* আসানসোল দক্ষিণ- সায়নী ঘোষ।
Sponsored Ads
Display Your Ads Here* উত্তরপাড়া- কাঞ্চন মল্লিক।
* উলুবেরিয়া- পূর্ব প্রাক্তন ফুটবলার বিদেশ বসু।
Sponsored Ads
Display Your Ads Here* কামারহাটি- মদন মিত্র।
* কাশিপুর বেলগাছিয়া- অসীম বসু।
Sponsored Ads
Display Your Ads Here* কৃষ্ণনগর উত্তর- কৌশানী মুখোপাধ্যায়।
* চন্ডিপুর- সোহম চক্রবর্তী।
* জোড়াসাঁকো- বিবেক গুপ্তা।
* ঝাড়গ্রাম- বিরবাহা হাসদা।
* দমদম উত্তর- চন্দ্রিমা ভট্টাচার্য।
* বাঁকুড়া-সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
* মন্তেশ্বর- সিদ্দিকুল্লা চৌধুরী।
* মানিকতলা – সাধন পান্ডে।
* মেদিনীপুর শহর- জুন মালিয়া।
* যাদবপুর দেবব্রত মজুমদার।
* রাসবিহারী – দেবাশীষ কুমার।
* বিধান নগর- সুজিত বসু
* বেহালা পূর্ব- রত্না চট্টোপাধ্যায়।
* বেলগাছিয়া -অতীন ঘোষ।
* ব্যারাকপুর- রাজ চক্রবর্তী।
* বহরমপুর- নাড়ুগোপাল মুখোপাধ্যায়।
* ডেবরা- হুমায়ুন কবির।
* ডোমজুড় – কল্যান ঘোষ।
* পান্ডুয়া- রত্না দে নাগ।
* মুর্শিদাবাদ- ইদ্রিস আলী।
* রাজারহাট গোপালপুর- অদিতি মুন্সি।
* শিবপুর- মনোজ তিওয়ারি।
* সিঙ্গুর- বেচারাম মান্না।
* সোনারপুর – দক্ষিণ লাভলী মিত্র।
প্রার্থী হচ্ছেন না অর্থমন্ত্রী অমিত মিত্র। এছাড়াও পূর্নেন্দু বসু, মনীশ গুপ্ত, সোনালী গুহ, অমল আচার্য্য, ব্রজ মজুমদার প্রার্থী হচ্ছেন না। প্রার্থী ঘোষণার আগেই নেত্রী জানিয়ে দেন যে ৮০ বছর যাদের বয়স হয়েছে তাদের প্রার্থী করা হচ্ছে না।