নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানাঃ এক পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় তেলেঙ্গানা প্রশাসন বানজারা হিলস নামক এক বেসরকারী বিদ্যালয়ের লাইসেন্স বাতিল করা নির্দেশ দিল। অর্থাৎ বিদ্যালয়টি একেবারে বন্ধ হয়ে গিয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী সবিতা ইন্দ্র রেড্ডির নির্দেশ অনুযায়ী ওই বিদ্যালয়ের পড়ুয়াদের অন্য বিদ্যালয়ে ভর্তি করানোর ব্যবস্থা করা হবে।
প্রসঙ্গত, গত দুই মাস ধরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তেলঙ্গানা পুলিশ বিদ্যালয়ের এক গাড়ি চালককে গ্রেফতার করেছে। আর পদক্ষেপ করার ক্ষেত্রে গাফিলতির অভিযোগে বিদ্যালয়ের প্রিন্সিপালও গ্রেফতার হয়েছেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই রাজ্য প্রশাসনের তরফ থেকে কড়া পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়। এরপরেই বিদ্যালয়ের সরকার প্রদত্ত স্বীকৃতি বাতিল করা হয়।
সরকারী সূত্রে জানানো হয় যে, ওই বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা প্রায় ৭০০ জন। বছরের এই মাঝামাঝি সময়ে এতো সংখ্যক পড়ুয়াকে অন্য বিদ্যালয় ভর্তি করানো খুব একটা সহজ কাজ হবে না। ফলে অভিভাবকরা নিজেদের সন্তানদের নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন রয়েছেন। সবিতা ইন্দ্র রেড্ডি এই বিষয়ে একটি কমিটি গঠন করারও নির্দেশ দিয়েছেন। যে কমিটিতে শিক্ষা দপ্তরের সচীব প্রধান থাকবেন।
এছাড়া মহিলা ও শিশুকল্যাণ দপ্তরের সচীবও থাকবেন। বিদ্যালয়ের পড়ুয়াদের হেনস্থা এবং ধর্ষণের মতো ঘটনা আটকাতে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সেই বিষয়ে এক সপ্তাহের মধ্যে সেই সংক্রান্ত একটি রিপোর্ট সরকারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।