নিজস্ব সংবাদদাতাঃ অরুণাচল প্রদেশঃ আজ অরুণাচল প্রদেশের আপার সিয়াঙের মিগিং গ্রামের কাছে একটি সেনা হেলিকপ্টার ভেঙে পড়েছে। এই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা পাঁচ জনের মধ্যে দুই জনের দেহ উদ্ধার করা হয়েছে।
সেনা সূত্রে খবর, যেই হেলিকপ্টারটি ভেঙে পড়েছে সেটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার। যে এলাকায় হেলিকপ্টারটি ভেঙে পড়ছে সেটি অত্যন্ত দুর্গম হওয়ায় সেখানে যাওয়ার কোনো রাস্তা নেই। কিন্তু দ্রুত উদ্ধারকারীরা সেই এলাকায় পৌঁছানোর চেষ্টা করছেন।
ইতিমধ্যেই তিনটি দল উদ্ধার কাজে নেমে বাকিদের খোঁজ চালাচ্ছে। একটি এমআই-১৭ ও দু’টি ধ্রুব হেলিকপ্টারও নামানো হয়েছে। তবে হেলিকপ্টারটি যেখানে ভেঙে পড়েছে সেখানে উদ্ধারকাজ চালানো বেশ কঠিন বলেই উদ্ধারকারীরা জানাচ্ছেন।
কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এই দুর্ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, ঘন গাছপালায় ঢাকা পাহাড়ের একটি অংশ থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। এছাড়া টুইটের মাধ্যমে জানান, “প্রার্থনা করছি, সব যেন কুশল থাকে।”
উল্লেখ্য, গত ৫ ই অক্টোবর রুটিন মহড়া চালানোর সময় অরুণাচলের তাওয়াঙে সেনার ‘চিতা’ হেলিকপ্টার ভেঙে পড়ে এক জন পাইলটের মৃত্যু হয়েছিল। আর অন্য জন আহত হয়েছিলেন। সেই ঘটনার ১৫ দিনের মাথায় আবার একই ঘটনা ঘটেছে। কিন্তু এই দুর্ঘটনা ঠিক কি কারণে ঘটেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়।