নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ সম্প্রতি দেশের দৈনিক করোনা গ্রাফ নিম্নমুখী ছিল। মৃত্যু সংখ্যাও কমে গিয়েছিল। গত কয়েকদিন ধরেই দেশের দৈনিক মৃত্যুর সংখ্যা ৫০০ এর কাছাকাছি ছিল কিন্তু আজ সেই পরিসংখ্যান অনেকটাই ঊর্ধ্বমুখী।
কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মারা গেছেন মোট ৩ হাজার ৯৯৮ জন। এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫০৯ জনের। গত এক সপ্তাহ থেকে যেখানে দৈনিক মৃত্যু ১৫০ জনের কাছাকাছি ছিল সেখানে দৈনিক মৃত্যু সহস্রাধিক হওয়া অত্যন্ত চিন্তার বিষয়।
গত ২৪ ঘণ্টায় সমগ্র দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ১৫ জন। যা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই অধিক। দেশের দৈনিক করোনা সংক্রমণ প্রায় ৪০ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। মহারাষ্ট্র ছাড়াও কেরলে দৈনিক মৃত্যু শতাধিক। যদিও বাকি সব রাজ্যে আপাতত মৃত্যু্র পরিসংখ্যান যথেষ্ট কম রয়েছে।