ব্যুরো নিউজঃ বাংলাদেশঃ বাংলাদেশের নারায়ণগঞ্জে্র শীতলক্ষ্যা নদীতে রূপসী-৫ নামে পণ্যবাহী একটি জাহাজের ধাক্কায় এমএল আশরফউদ্দিন নামে একটি যাত্রী বোঝাই লঞ্চ বেশ কিছুটা পথ এগিয়ে গিয়ে জলের উপর কাত হয়ে একেবারে ডুবে গেল। এর জেরে যাত্রীদের মধ্যে অনেককে একে একে জলে লাফিয়ে পড়তে দেখা গিয়েছিল।
এরপর লঞ্চটিকে উদ্ধারকারী জাহাজ দিয়ে টেনে নদীর তীরে আনা হয়। গতকালের ওই দুর্ঘটনায় এখনো অবধি ছ’জনের দেহ উদ্ধার করা হয়েছে। আর বহু যাত্রীর সন্ধান পাওয়া যায়নি। মৃত্যুর সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এই দুর্ঘটনার জেরে এদিন নারায়ণগঞ্জে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
দমকল বিভাগের লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান জানিয়েছেন, ‘‘নিখোঁজদের সন্ধানে জলপুলিশ ও বাংলাদের উপকূলরক্ষী বাহিনীর ডুবুরি দলের সাহায্য নেওয়া হচ্ছে।’’