নিজস্ব সংবাদদাতাঃ চণ্ডীপুরঃ ভারতের হয়ে এশিয়ান গেমসে একাধিক স্বর্ণজয়ী দৌড়বিদের প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়াজগত সহ গোটা বলিউড। মিলখা সিং করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েও দুর্বলজনিত কারণে চণ্ডীপুর পিজিয়াইএমইআর হাসপাতালে ভর্তি ছিলেন। শেষমেশ গতকাল রাতে ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিলখা সিং। গত পাঁচ দিন আগে মিলখা সিং এর স্ত্রী নির্মল কৌরও প্রয়াত হন।
১৯২৯ সালে পাকিস্তানের মুজফফরগড়ের গোবিন্দপুরায় মিলখা সিং জন্মগ্রহণ করেন। ভারত ও পাকিস্তান বিভাগের সময় ভারতে আসার পথে মাত্র ১৪ বছর বয়সে মা-বাবা এবং আট ভাইবোনকে হারিয়েছিলেন। এরপর ভারতে এসে সেনাবাহিনীতে যোগ দেন।
Sponsored Ads
Display Your Ads Hereমিলখা সিং পাকিস্তানে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক অ্যাথলিতে অংশ নিয়েছিলেন। সেখানে মিলখা সিং আব্দুল খলিককেকে ২০০ মিটার দৌড়ে পরাজিত করে তত্কালীন পাকিস্তানের রাষ্ট্রপতি মার্শাল আইয়ুব খানের কাছ থেকে ‘ফ্লাইং শিখ’ উপাধিতে ভূষিত হয়েছিলেন।
আইয়ুব খান মিলখা সিংকে বলেছিলেন, “আজ আপনি দৌড়ানি উড়েছেন। এইজন্য আমরা আপনাকে ফ্লাইং শিখ উপাধি দিচ্ছি”। তারপর থেকেই মিলখা সিং সারা বিশ্বে ‘ফ্লাইং শিখ’ নামে পরিচিতি লাভ করে।
Sponsored Ads
Display Your Ads Hereমিলখা সিং এর জীবনে অনুপ্রেরিত হয়ে ফারহান আখতার অভিনীত ‘ভাগ মিলখা ভাগ’ নামে একটি সিনেমাও মুক্তির পেয়েছিল।
Sponsored Ads
Display Your Ads HereSachin Tendulkar
মিলখা সিং এর প্রয়াণে সচিন তেন্ডুলকর টুইট করে লেখেন, “শান্তিতে থাকুন উড়ন্ত শিখ মিলখা সিংহ। আপনার মৃত্যু প্রত্যেক ভারতবাসীর মনে ছাপ রেখে গেল। কিন্তু আপনি আগামী অনেকগুলো প্রজন্মকে উদ্বুদ্ধ করবেন”।
Virender Sehwag
Harbhajan Turbanator
Jasprit Bumrah
যশপ্রীত বুমরা টুইট করে লেখেন, “একজন হিরো, একজন অনুপ্রেরণা, আগামী প্রজন্মও বুঝতে পারবে তাঁর অস্তিত্ব। ভাল থাকবেন মিলখা সিং”।
P.T. USHA
পিটি ঊষা টুইট করে লেখেন, “আমার অনুপ্রেরণা চলে যাওয়াতে শোকাহত। তাঁর জেদ ও কঠিন পরিশ্রম লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা দিচ্ছে এবং দেবেও। আমার স্কুলের তরফ থেকে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ”।
Saina Nehwal
এছাড়া ক্রীড়া ও বলি জগতের বহু তারকারাই মিলখা সিং এর প্রয়াণে অত্যন্ত শোকাহত হয়ে টুইটারের মাধ্যমে শোকবার্তা জানিয়েছেন।

অনিল কুম্বলে টুইট করে লেখেন, “দেশ এক লিজেন্ডকে হারাল। মিলখা সিং-কে তাঁর কাজের মাধ্যমে স্মরণ করা হবে”।
VVS Laxman
Sunil Chhetri
Gurpreet Singh Sandhu
Anju Bobby George
Kiren Rijiju
Anupam Kher



Riteish Deshmukh

Raveena Tandon
PRIYANKA
taapsee pannu
