নিজস্ব সংবাদদাতাঃ চণ্ডীপুরঃ ভারতের হয়ে এশিয়ান গেমসে একাধিক স্বর্ণজয়ী দৌড়বিদের প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়াজগত সহ গোটা বলিউড। মিলখা সিং করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েও দুর্বলজনিত কারণে চণ্ডীপুর পিজিয়াইএমইআর হাসপাতালে ভর্তি ছিলেন। শেষমেশ গতকাল রাতে ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিলখা সিং। গত পাঁচ দিন আগে মিলখা সিং এর স্ত্রী নির্মল কৌরও প্রয়াত হন।
১৯২৯ সালে পাকিস্তানের মুজফফরগড়ের গোবিন্দপুরায় মিলখা সিং জন্মগ্রহণ করেন। ভারত ও পাকিস্তান বিভাগের সময় ভারতে আসার পথে মাত্র ১৪ বছর বয়সে মা-বাবা এবং আট ভাইবোনকে হারিয়েছিলেন। এরপর ভারতে এসে সেনাবাহিনীতে যোগ দেন।
১৯৫৬ সালের মেলবোর্ন, ১৯৬০ সালে রোম ও ১৯৬৪ সালে টোকিওতে তিনটি অলিম্পিকে অংশ নিয়েছিলেন। রোমের ১৯৬০ গ্রীষ্মকালীন অলিম্পিক এবং টোকিওর ১৯৬৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করেছেন। এ্রর পাশাপাশি ১৯৫৮ সালে ও ১৯৬২ সালে এশিয়ান গেমসে স্বর্ণপদকও জিতেছিলেন। ১৯৬০ সালের রোম অলিম্পিক গেমসে অলিম্পিকের প্রাক রেকর্ডটি ভেঙেছিলেন। ১৯৫৯ সালে পদ্মশ্রী সম্মান লাভ করেন।
মিলখা সিং পাকিস্তানে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক অ্যাথলিতে অংশ নিয়েছিলেন। সেখানে মিলখা সিং আব্দুল খলিককেকে ২০০ মিটার দৌড়ে পরাজিত করে তত্কালীন পাকিস্তানের রাষ্ট্রপতি মার্শাল আইয়ুব খানের কাছ থেকে ‘ফ্লাইং শিখ’ উপাধিতে ভূষিত হয়েছিলেন।
আইয়ুব খান মিলখা সিংকে বলেছিলেন, “আজ আপনি দৌড়ানি উড়েছেন। এইজন্য আমরা আপনাকে ফ্লাইং শিখ উপাধি দিচ্ছি”। তারপর থেকেই মিলখা সিং সারা বিশ্বে ‘ফ্লাইং শিখ’ নামে পরিচিতি লাভ করে।
মিলখা সিং এর জীবনে অনুপ্রেরিত হয়ে ফারহান আখতার অভিনীত ‘ভাগ মিলখা ভাগ’ নামে একটি সিনেমাও মুক্তির পেয়েছিল।
Sachin Tendulkar
Rest in Peace our very own ‘Flying Sikh’ Milkha Singh ji. Your demise has left a deep void in every Indian’s heart today, but you shall keep inspiring several generations to come.
মিলখা সিং এর প্রয়াণে সচিন তেন্ডুলকর টুইট করে লেখেন, “শান্তিতে থাকুন উড়ন্ত শিখ মিলখা সিংহ। আপনার মৃত্যু প্রত্যেক ভারতবাসীর মনে ছাপ রেখে গেল। কিন্তু আপনি আগামী অনেকগুলো প্রজন্মকে উদ্বুদ্ধ করবেন”।
Virender Sehwag
The great man #MilkaSingh ji has left us in body, but the name Milkha will always live on as being synonymous with courage and will-power. What a man. My sincere condolences to his family. Om Shanti.
বীরেন্দ্র সহবাগ টুইট করে লেখেন, “মিলখা সিং এর নশ্বর দেহ চলে গেলেও মিলখা নামটা যেন সাহসের প্রতিশব্দ হিসেবে থেকে যাবে”।
Harbhajan Turbanator
Very sad,heartbreaking to hear flying sikh Sardar Milkha singh ji is no more.. waheguru
হরভজন সিং টুইট করে লেখেন, ” উড়ন্ত শিখ মিলখা সিং এর মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা”।
Jasprit Bumrah
A hero, an inspiration, a legend. His legacy will live on for generations to come. Rest in Peace, Milkha Singh sir.
যশপ্রীত বুমরা টুইট করে লেখেন, “একজন হিরো, একজন অনুপ্রেরণা, আগামী প্রজন্মও বুঝতে পারবে তাঁর অস্তিত্ব। ভাল থাকবেন মিলখা সিং”।
P.T. USHA
Dark clouds of sadness prevail with the demise of my idol and inspiration Milkha Singhji. His story of sheer determination and hard work inspired millions and will continue to do so. As a tribute to him, students of Usha School paid homage to the legend. Rest in Peace
পিটি ঊষা টুইট করে লেখেন, “আমার অনুপ্রেরণা চলে যাওয়াতে শোকাহত। তাঁর জেদ ও কঠিন পরিশ্রম লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা দিচ্ছে এবং দেবেও। আমার স্কুলের তরফ থেকে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ”।
Saina Nehwal
- Sponsored -
- Sponsored -
We will miss u sir.
সাইনা নেহওয়াল টুইট করে লেখেন, “কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিং এর অভাব অনুভূত হবে”।
এছাড়া ক্রীড়া ও বলি জগতের বহু তারকারাই মিলখা সিং এর প্রয়াণে অত্যন্ত শোকাহত হয়ে টুইটারের মাধ্যমে শোকবার্তা জানিয়েছেন।
Anil Kumble
Deeply saddened to hear the passing of Milkha SinghJi. His legacy will live on… a true legend and an icon. Condolences to his family and friends.
অনিল কুম্বলে টুইট করে লেখেন, “দেশ এক লিজেন্ডকে হারাল। মিলখা সিং-কে তাঁর কাজের মাধ্যমে স্মরণ করা হবে”।
VVS Laxman
Sad to hear the passing away of the legend #MilkhaSingh ji. His legacy will live on for generations to come. My heartfelt condolences to his family and well-wishers. Om Shanti.
Sunil Chhetri
We may not have seen you compete, but every time we ran fast as kids, we ran ‘like Milkha Singh’. And for me, that will always be the legend you leave behind. You didn’t just run, you inspired. Rest in peace, sir.
Gurpreet Singh Sandhu
@GurpreetGK
To be able to share the same space with you will forever be a moment I will keep with me. RIP.
Anju Bobby George
A huge loss for the sport of athletics today. Rest well #MilkhaSingh ji.
Kiren Rijiju
मैं आपसे वादा करता हूँ मिल्खा सिंह जी कि हम आपकी अंतिम इच्छा को पूरा करेंगे। India has lost it’s star. Milkha Singh Ji has left us but he will continue to inspire every Indian to shine for India. My deepest condolences to the family. I pray for his soul to rest in peace.
Anupam Kher
“अपने आपको मिल्खा सिंह समझता है क्या?” जब कोई शख़्सियत एक मुहावरा बन जाए तो वो उनकी महानता का प्रतीक बन जाता है।मुझे एक दो बार मिल्खा सिंह जी से मिलने का सौभाग्य मिला था।बहुत कम लोगो में ऐसी उदारता देखने को मिलती है।वो हर आयु के लिए प्रेरणा का प्रतीक थे और रहेंगे। ओम शांति!
Amitabh Bachchan
T 3940 – In grief .. Milkha Singh passes away .. the pride of India .. a great athlete .. a greater human .. Waheguru di Mehr .. prayers.
Shah Rukh Khan
The Flying Sikh may no longer be with us in person but his presence will always be felt and his legacy will remain unmatched… An inspiration to me… an inspiration to millions. Rest in Peace Milkha Singh sir.
Akshay Kumar
Incredibly sad to hear about the demise of #MilkhaSingh ji. The one character I forever regret not playing on-screen! May you have a golden run in heaven, Flying Sikh. Om shanti, Sir.
Riteish Deshmukh
Shri #MilkhaSingh Ji‘s name was and will forever be synonymous with speed. He inspired generations to run & never give up. Extremely saddened to know about his demise. My deepest condolences to his family and loved ones.
Raveena Tandon
Had the honour of meeting you Sir, you will always have a special place in all our hearts ! Whenever we need to be inspired, “bhaag milkhe bhaag,” will resound in our ears ! Om Shanti.
PRIYANKA
Warm and welcoming, you made our first meeting so so special. I have been inspired by your excellence, touched by your humility, influenced by your contribution to our country. Om Shanti #Milkha ji. Sending love and prayers to the family.
taapsee pannu