চয়ন রায়ঃ কলকাতাঃ বুধবার গভীর রাতেরবেলা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ভবনের পাঁচতলার একটি ল্যাবরেটরিতে আগুন লাগে। এর জেরে পরীক্ষাগারের একটি ঘর পুরোপুরি ভস্মীভূত। যন্ত্রপাতি সহ বহু জিনিস একেবারে পুড়ে ছাই হয়ে গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অন্য ঘরেও ক্ষতির পরিমাণ যথেষ্ট। দমকল বিভাগে খবর দেওয়া হলে দমকলের তিনটি ইঞ্জিন এসে পৌঁছায়। এরপর দমকলের তিনটি ইঞ্জিনের তৎপরতায় রাত সাড়ে তিনটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা।
Sponsored Ads
Display Your Ads Hereইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান শাশ্বতী মজুমদার বৃহস্পতিবার জানান, ‘‘রাতেরবেলা বেশ কয়েক জন পড়ুয়া গবেষণার সূত্রে বিভাগে ছিলেন। তারাই খেয়াল করেন ইলিউমিনেশন ল্যাবরেটরির অধীনস্থ ‘মানিক সরকার ল্যাবরেটরিতে’ আগুন লেগেছে। পরে সেই আগুন অন্য ঘরেও ছড়িয়ে পড়ে।’’
তবে অনুমান করা হচ্ছে যে, শর্ট সার্কিট থেকেই এই ঘটেছে।’’ বিভাগীয় প্রধান বলেছেন, ‘‘লেজার শো করে বিখ্যাত, আমেরিকাবাসী মানিক সরকার এই বিভাগকে বেশ কিছু যন্ত্রপাতি দিয়েছিলেন। তাই পরীক্ষাগারটি মানিক সরকার নামে নামাঙ্কিত রয়েছে। অগ্নিকাণ্ডে সেই সব লেজার যন্ত্রপাতি পুড়ে গিয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস জানান, ‘‘আগুন লাগার কারণ জানতে দ্রুত ফরেন্সিক বিশেষজ্ঞের সাহায্য নেওয়া হবে।’’