পরিবর্তনের ডাকেই চলছে পরিবর্তন যাত্রা
নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ জলপাইগুড়ি জেলা পরিক্রমার পর শিলিগুড়িতে প্রবেশ করল বিজেপির পরিবর্তন যাত্রা। শিলিগুড়ির এই পরিবর্তন যাত্রায় দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ট, রাজু ব্যানার্জি ও রথিন বোস উপস্থিত ছিলেন।
বিজেপি সুত্রে জানা গিয়েছে যে, শিলিগুড়ির ঘোঘমালি থেকে সুভাষ পল্লী হয়ে হিলকাট রোডের প্রতিটি মন্ডল কমিটি হয়ে পরিক্রমা করা হবে। এই পরিবর্তন যাত্রায় বিজেপির কর্মী এবং সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মত। শহরের মধ্যে দিয়ে এই পরিবর্তন যাত্রা যাওয়ার সময় যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য যথাযথ ভাবে কঠোর পুলিশী নিরাপত্তার ব্যবস্থা ছিল।