নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। চাকরি হারালেন ২৬ হাজার জন। বাছাই করা গেল না যোগ্য-অযোগ্য। তাই ২০১৬ সালের গোটা প্যানেলই বাতিল করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। কেবল শিক্ষক পদেই নয়, চাকরিহারাদের তালিকায় অন্তর্ভুক্ত শিক্ষাকর্মী পদে যাঁরা চাকরি পেয়েছিলেন তাঁরা। কিন্তু এক ধাক্কায় বিপুল পরিমাণ চাকরি বাতিল হওয়ায় সমস্যার মুখে স্কুলগুলো।
রাজ্যের একাধিক স্কুলে শিক্ষক ঘাটতি আগেই ছিল, তার ওপর এই রায়ে প্রহর গুনছে স্কুলগুলো। এরকমই মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের অর্জুনপুর হাই স্কুল। ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল হওয়ায় অর্জুনপুর হাই স্কুলে চাকরি বাতিল হল ৩৬ জন শিক্ষক-শিক্ষিকার।
জানা গিয়েছে, ফরাক্কা অর্জুনপুর হাই স্কুলের মোট শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা ৬০ জন। পার্শ্বশিক্ষক ৭ জন। মোট পড়ুয়া সংখ্যা প্রায় ১০ হাজারের বেশি। বাতিল হওয়া শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা বাদ দিলে এখন মোট শিক্ষক ও শিক্ষিরার সংখ্যা ২৪ জন। সেক্ষেত্রে সমস্যার মুখে ফরাক্কা অর্জুনপুর হাই স্কুল। এরই মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখা রয়েছে। এক ধাক্কায় এত জন শিক্ষক শিক্ষিকা চলে যাওয়ায় সমস্যায় পড়ছে স্কুল কর্তৃপক্ষ।