একই স্কুলে স্কুলে চাকরী বাতিল হলো ৩৬ জন শিক্ষক-শিক্ষিকার

Share

নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখল। প্রায় ২৬ হাজার অর্থাৎ ২৫ হাজার ৭৫৩ জন চাকরী হারালেন। কোনো যোগ্য-অযোগ্য বাছাই করা যায়নি। তাই ২০১৬ সালের গোটা প্যানেলই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ বাতিল করেছে। শিক্ষকের পাশাপাশি, চাকরীহারাদের তালিকায় শিক্ষাকর্মী পদে যারা চাকরী পেয়েছিলেন তারাও রয়েছেন। কিন্তু এক ধাক্কায় বিপুল পরিমাণ চাকরী বাতিল হওয়ায় বিদ্যালয়গুলো সমস্যার মুখে পড়েছে।

আগে থেকেই রাজ্যের একাধিক স্কুলে শিক্ষক ঘাটতি ছিল, তার ওপর সুপ্রিম কোর্টের এই রায়ে বিদ্যালয়গুলোর সামনে অন্ধকার নেমে এসেছে। এরকমই একটি বিদ্যালয় হলো মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের অর্জুনপুর হাই স্কুল। অর্জুনপুর হাই স্কুলে মোট শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ৬০ জন। পার্শ্বশিক্ষক ৭ জন। আর মোট পড়ুয়া সংখ্যা প্রায় দশ হাজারের বেশী। ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল হওয়ায় এই বিদ্যালয়ের ৩৬ জন শিক্ষক-শিক্ষিকার চাকরী বাতিল হয়েছে।

ফলে বর্তমানে মোট শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ২৪ জনে এসে দাঁড়িয়েছে। এরই মধ্যে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের খাতা দেখাও চলছে। অতএব এক ধাক্কায় এত জন শিক্ষক-শিক্ষিকা চলে যাওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ চরম সমস্যার সম্মুখীন হয়েছেন।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram