ব্যুরো নিউজঃ নিউজিল্যান্ডঃ ভারতীয় সময় ভোর ৬টা ১১ মিনিট নাগাদ আচমকা তীব্র ভূমিকম্পে কেঁপে উঠলো নিউজিল্যান্ডের কের্মাডেক দ্বীপের মাটি। সংশ্লিষ্ট দপ্তর ওই দ্বীপরাষ্ট্রটিতে সুনামির সতর্কতা জারি করেছে। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ৭.২ ছিল।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে টুইট করে ভূকম্পনের কথা জানানো হয়েছে। যেখানে বলা হয়েছে, এই ভূকম্পনের উৎসস্থল মাটি থেকে দশ কিলোমিটার গভীরে ছিল। ফলে সুনামির সম্ভাবনা রয়েছে। এই ভূকম্পনের ফলে ক্ষয়-ক্ষতি হয়েছে কিনা বা কেউ আহত হয়েছেন কিনা তা স্পষ্ট ভাবে জানা যায়নি।
তবে দ্বীপের বাসিন্দা ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত মাসেও নিউজিল্যান্ডের এই দ্বীপে জোরালো ভূমিকম্প হয়েছিল। সে বার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১ ছিল। এছাড়া স্বল্প সময়ের ব্যবধানে পর পর সাত বারের অধিক মাত্রার এমন ভূমিকম্প বিশেষজ্ঞদের চিন্তা বাড়িয়েছে।