নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ এবার ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে ইন্টারন্যাশানাল হাট শুরু হতে চলছে। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের পাঁচ সীমান্তের জিরো পয়েন্টে এই হাট শুরুর পরিকল্পনা করছে। এই হাটে রাজ্যের তৈরী সামগ্রীর পাশাপাশি বাংলাদেশের সামগ্রীও পাওয়া যাবে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, এই বাজার তৈরী করার জন্য পশ্চিমবঙ্গের ৭৫ মিটার ও বাংলাদেশের ৭৫ মিটার জমি অধিগ্রহণ করা হবে। এই বাজারে কাঁচা খাদ্যসামগ্রী, প্ল্যাস্টিকজাত সামগ্রী সহ পরিধান সামগ্রী বিক্রি হওয়ার কথাও রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
দুই দেশের সীমান্ত এলাকার পাঁচ কিলোমিটারের মধ্যে বসবাসকারী বাসিন্দারা এই বাজারে নিজেদের পণ্য বিক্রি করতে পারবেন। ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষীরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এই নিয়ে দুই দেশের সরকারের মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা প্রায় চূড়ান্ত। এছাড়া আগামী ছ’মাসের মধ্যেই এই আর্ন্তজাতিক বাজার শুরুর পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সহযোগীতাও আশা করছে। ইতিমধ্যেই ভারত-বাংলাদেশের প্রতিনিধিরা জমি চিহ্নিতকরণের কাজ শুরু করছে।
Sponsored Ads
Display Your Ads Here
উত্তর মালদহের সাংসদ তথা বিজেপি নেতা খগেন মুর্মু এই প্রসঙ্গে জানান, “আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যেই মোদী সরকার এই বিষয়ে উদ্যোগী হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here
আবার তৃণমূল কংগ্রেসের নেতা তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, “এই বাজার তৈরী হলে সীমান্ত অপরাধ অনেকটাই কমে যাবে। অর্থনৈতিক এবং সামাজিক উন্নতিও হবে।”