বিরোধী সাংসদদের সাসপেনশনের জেরে প্রতিবাদে নামলো ইন্ডিয়া জোট

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দিল্লির সংসদ ভবনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবী করে ১৪৩ জন বিরোধী সাংসদের সাসপেনশনের প্রতিবাদে আজ দিল্লির রাজপথে নেমেছে ‘ইন্ডিয়া জোট’। এদিন বিজেপি বিরোধী বিভিন্ন দলের সাংসদেরা পুরোনো সংসদ ভবনের মূল প্রবেশপথ থেকে বিজয় চক অবধি মিছিল করেন।

এই মিছিলে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, লোকসভার নেতা অধীর চৌধুরী, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব সহ বিভিন্ন বিরোধী সাংসদ ছিলেন। এছাড়া আগামীকাল শুক্রবার বিরোধী জোট ইন্ডিয়ার নেতারা দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসবেন।


মল্লিকার্জুন খড়্গে জানান, ‘‘এই সাসপেনশন সংসদীয় রীতি পরিপন্থী এবং বেআইনী।’’ পাশাপাশি নরেন্দ্র মোদীকে নিশানা করে খড়্গের মন্তব্য, ‘‘প্রধানমন্ত্রী চান না সংসদের অধিবেশন সুষ্ঠু ভাবে চলুক। তাই সংসদ অধিবেশন চালাকালীন বারাণসী, আমেদাবাদে বিভিন্ন মন্তব্য করছেন। কিন্তু একবারও সংসদে এসে কিছু বলছেন না।’’


উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নকল করার ঘটনা নিয়েও মল্লিকার্জুন খড়্গে বলেন, ‘‘জগদীপ ধনখড় এই বিতর্কে সুকৌশলে তাঁর ‘জাঠ’ পরিচয় প্রকাশ্যে এনে জাতপাতের ভাবাবেগ উস্কে দিতে চাইছেন।’’


অন্যদিকে, মঙ্গলবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদ ভবনের মকরদ্বারের সামনে বিরোধী সাংসদদের অবস্থানে জগদীপ ধনখড়কে যে ভঙ্গিতে কথা বলেছেন, শরীরী ভাষার প্রয়োগ ঘটিয়েছেন, তা নিয়ে ইতিমধ্যেই রাজস্থানের একটি জাঠ সংগঠন ‘জাতিগত অবমাননার’ অভিযোগ তুলেছে।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031