চয়ন রায়ঃ কলকাতাঃ এবার করোনা পরিস্থিতিতে অক্সিজেনের অভাবের মধ্যেই অক্সিজেন সরবরাহকারী পাইপলাইনে বরফ জমে এক বড়োসড়ো বিপদের সম্মুখীন হয়েছে কলকাতার কোভিড হাসপাতাল তথা বেলেঘাটা আইডি হাসপাতাল। ফলে প্লান্ট থেকে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শীঘ্র পাইপলাইন মেরামতের কাজ চলছে। এর পাশাপাশি বিকল্প পাইপলাইনের সাহায্যে কোভিড ওয়ার্ডগুলিতে অক্সিজেন সরবরাহের চেষ্টা করা হচ্ছে। কিন্তু তাতে সমস্যার সমাধান না হলে তবে অক্সিজেন প্লান্টে নতুন করে কয়েল বসানো হতে পারে। একইসঙ্গে এই সমস্যা বেশীক্ষণ চলতে থাকলে চিকিত্সাধীন করোনা রোগীদের সমস্যা দেখা দিতে পারে।
এছাড়া শুক্রবার রাত থেকেই বেলেঘাটা আইডি হাসপাতালের অক্সিজেন সরবরাহকারী পাইপলাইনে বরফ জমেছিল। এরপর থেকেই বরফ পরিষ্কার করার কাজ শুরু হয়। অবশ্য এই পর্যন্ত এই সমস্যার জেরে চিকিত্সাধীন রোগীদের অক্সিজেন সরবরাহে আপাতত কোনো সমস্যা হয়নি। কিন্তু এই সমস্যার বেশীক্ষণ চলতে থাকলে পরবর্তী ক্ষেত্রে অক্সিজেন সরবরাহ নিয়ে সংকট তৈরি হতে পারে।
যদিও অভিযোগ উঠছে যে, এই ধরণের প্লান্টে ২৪ ঘণ্টা রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। তবে বেলেঘাটা আইডি হাসপাতালে সেই রক্ষণাবেক্ষণ করা হয়নি।