নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ পুরাতন মালদা থানার মহিষবাথানি এলাকায় স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে এক জন পুলিশকর্মীর বিরুদ্ধে। পরে গণপিটুনির হাত থেকে বাঁচতে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মাম্পি মণ্ডল। বাপের বাড়ি পুরাতন মালদা থানার পোপরা এলাকায়। সাত বছর আগে মহিষবাথানি পঞ্চায়েতের খুনিবাথানের বাসিন্দা পেশায় পুলিশকর্মী জয়ন্ত মণ্ডলের সাথে বিয়ে হয়। দুইটি নাবালক পুত্রসন্তানও রয়েছে।
কিন্তু জয়ন্ত যে লাঠি দিয়ে ডিউটি করতেন সেই লাঠি দিয়ে প্রায় প্রতিদিনই মাম্পিকে মারধর করতেন। সম্প্রতি সে স্বামীর এক জন মহিলার সাথে পরকীয়ার কথা জানতে পেরে এই বিষয় নিয়ে প্রতিবাদও করেন। এরপর থেকেই অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়।
আর এদিন মাম্পিকে খুন করে বাড়ি থেকে সামান্য দূরে একটি আম গাছে ঝুলিয়ে দেওয়া হয়। এছাড়া এলাকাবাসীরাও জয়ন্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। তাছাড়া জয়ন্তের পিসি ফুলমণির বিরুদ্ধেও খানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ মাম্পির বাপের বাড়ির দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন।