নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ গতকাল রাতেরবেলা হুগলীর ব্যান্ডেলের বানজারা বস্তিতে তৃতীয় স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে এই সন্দেহের জেরে ওই স্ত্রীর মাথায় শাবল দিয়ে মেরে খুন করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, তৃতীয় পক্ষের স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে এই সন্দেহে স্বামী-স্ত্রীর মদের আসরে বচসা শুরু হয়। এর ফলে স্বামী সানি পাশি মত্ত অবস্থায় ২৭ বছর বয়সী রানি পাশির মাথায় শাবল দিয়ে মেরে খুন করে মৃতদেহ রেলের পরিত্যক্ত একটি ঘরে ফেলে দেন।
এরপর আজ সকালবেলা সানি ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করেন। তারপর চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রানির দেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এরপরেই সানি কাঁদতে কাঁদতে বলেন, ‘‘রানি আমার তৃতীয় পক্ষের স্ত্রী। বাপের বাড়ি মানকরে। সেখানে ওর সাথে অন্য লোকের সম্পর্ক থাকায় বার বার বাপের বাড়ি চলে যেত। অনেক বুঝিয়েছিলাম। গতকাল রাতেরবেলা রানিও মদ্যপান করেছিল। আমিও নেশার ঘোরে ছিলাম। কিন্তু আমি মারতে চাইনি। শাবলের আঘাত লেগেছে।’’
এদিকে সানির প্রথম পক্ষের মেয়ে পল্লবী পাশির বক্তব্য, ‘‘গতকাল রাতেরবেলা বাবা মদ খেয়েছিল। মাকেও মদ খাইয়েছিল। বাবা মাকে বোঝাচ্ছিল। এরপর শাবল দিয়ে মেরেছে।’’