নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ স্ত্রীর সঙ্গে বন্ধুর পরকীয়ার কথা জানতে পেরে প্রতিবাদ করাতেই খুন হলেন স্বামী। মহারাষ্ট্রের নাগপুরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন থেকে অভিযুক্ত সুনীল ভালেকর সাথে খুন হওয়া যুবকের বন্ধুত্বের সম্পর্ক ছিল। বাড়িতে যাতায়াতও ছিল। এরপর ক্রমশ বন্ধুর স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে সম্পর্কে জড়ান। কিন্তু বন্ধু সেটা জেনে ফেলতেই অশান্তি শুরু হয়। তবে এরপরেও সুনীল বন্ধুর স্ত্রীর সাথে সম্পর্ক রেখে তাকে খুনের ছক কষেন।
সে তার বন্ধুকে খুনের জন্য দু’জনকে দশ হাজার টাকার সুপারি দিয়েছিলেন। তারপর রাতেরবেলা বাজার থেকে ফেরার সময় ওই দু’জন পিছু নিয়ে নির্জন জায়গা দেখে প্রথমে এক জন ছুরি নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে শরীরের একাধিক অংশে আঘাত করে। আর অন্য জন রাস্তায় পড়ে থাকা পাথর দিয়ে মাথা থেঁতলে দেয়। এরপর সেখানেই সে যন্ত্রণায় ছটফট করতে মারা যান।
পুলিশ এই খুনের ঘটনার তদন্তে নেমে মৃতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে সুনীলের নাম জানতে পেরে সুনীলকে গ্রেফতার করে। সে নিজেও জেরায় সমস্ত দোষ স্বীকার করে নিয়েছেন। এছাড়া ১৮ বছর বয়সী রোহতি শঙ্কর ও ২২ বছর বয়সী খামশকে গ্রেফতার করে ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছেন। আর এই খুনে মৃতের স্ত্রীর কোনো ভূমিকা রয়েছে কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।