নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রামঃ ঝাড়গ্রামের বেলপাহাড়ির কপাটকাটা গ্রামে হাতি একটি বাড়িতে হানা দিয়ে ভেঙে দিলে বাড়ি চাপা পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতের নাম ফুলমনী মান্ডি। হাতি ওই এলাকাতেই আরো চারটি বাড়ি ভেঙে ফেলেছে।
এলাকাবাসীদের অভিযোগ, “বুনো দাঁতাল হাতির দলটি বিনপুরের মির্জাপুর এলাকায় জমির ফসলের ব্যাপক ক্ষতি করে। সদ্য ওঠা বীজতলা পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে দিয়েছে। অপর দিকে গতকাল রাতে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের ডাহি, কাশিডাঙ্গা সহ বেশ কিছু এলাকায় দাপিয়ে বেড়ায়। সুবর্নরেখা নদী পেরিয়ে লোকালয়ে খাবারের সন্ধানে ঢোকে। এছাড়া মাঝের মধ্যেই খাবারের সন্ধানে সড়কে উঠে রাস্তা অবরোধ করে দিচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
গতকাল অবধি সব মিলিয়ে জেলায় মোট ৪২ টি হাতি ছিল। হাতির হামলায় একের পর এক মৃত্যুর ঘটনায় এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে রয়েছেন। এক্ষেত্রে বনদপ্তরের গাফিলতিকেই দায়ী করছেন। যদিও বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে এলাকার বাসিন্দাদের সব সময় হাতি হানার বিষয়ে সতর্ক করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here