অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ চলতি বছরের পর আর উচ্চ মাধ্যমিকে পুরোনো পাঠক্রমে পরীক্ষা হবে না। পরের বছর থেকে সেমেস্টার সিস্টেমে পরীক্ষা শুরু হয়ে যাবে। যার প্রথম পর্যায়ের পরীক্ষা চলতি বছরের সেপ্টেম্বর মাসে হতে পারে। এছাড়া চলতি বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার। গত বছর প্রায় ৮ লক্ষ পড়ুয়া পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু চলতি বছরে তা প্রায় ২ লক্ষের উপর নেমে গিয়েছে। সংসদের যুক্তি, ‘‘২০২৩ সালে উত্তীর্ণের সংখ্যা কম থাকার কারণেই মোট পরীক্ষার্থীর সংখ্যায় খরা তৈরী হয়েছে।’’
আর চলতি বছরে ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ৪৫ হাজার ৫৭১ জন বেশী। সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪৫ মিনিট অবধি পরীক্ষা চলবে। রাজ্যজুড়ে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা মোট ৭৯৮টি। এর মধ্যে ‘স্পর্শকাতর’ কেন্দ্র বলে ১৩৬টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে। নিরাপত্তার মোড়কেই এই পরীক্ষা হবে। এই প্রসঙ্গে আগেই শিক্ষা সংসদ বিবৃতি দিয়েছিল। মূলত, নকল রুখতে আরো কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
জানা গিয়েছে, পরীক্ষাকেন্দ্রের মূল গেটের মুখেই মেটাল ডিটেক্টর বসানো হবে। পরীক্ষাকেন্দ্রকে সিসিটিভিতে মুড়ে ফেলা হবে। পঁচিশ জন পড়ুয়া পিছু এক জন গার্ড থাকবে। প্রত্যেকটি ঘরে দু’জন করে গার্ড রাখা হবে। পরীক্ষার সময় স্মার্ট ওয়াচও পরা যাবে না। এমনকি, প্রশ্নপত্র ফাঁস হওয়ার মতো ঘটনাকে আটকাতে সংসদের তরফে আগাম রীতিনীতিতেও পরিবর্তন আনা হয়েছে। প্রতি বছরের মতো এবার আর থানা প্রশ্ন বাছাইয়ের স্থান হবে না। প্রত্যেক কেন্দ্রের জন্য নির্দিষ্ট প্রশ্নপত্রের সেট বাছাই করেই নিয়ে আসা হবে। প্রশ্নপত্রের সিল একেবারে পরীক্ষাকেন্দ্রের নির্দিষ্ট ক্লাসরুমে গিয়ে খোলা হবে।
Sponsored Ads
Display Your Ads Here