চয়ন রায়ঃ কলকাতাঃ এবার কলকাতা হাইকোর্ট নদীয়ার পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক তথা সদ্য প্রাথমিক শিক্ষক পর্ষদের সভাপতির পদ থেকে অপসারিত মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের মামলায় দুই সপ্তাহের মধ্যে সমগ্র পরিবারের সম্পত্তির হিসেব দেওয়ার নির্দেশ দিয়েছে।
মানিক ভট্টাচার্য হাইকোর্টে উপস্থিত হলে বিচারপতি জানান, ‘‘আপনি যেহেতু বিধানসভার সদস্য তাই কাঠগড়ায় তুলছি না।’’ এরপর জন্মতারিখ, পরিচয় ইত্যাদি জানার পর নির্দেশ জারি করেন যে, আগামী দুই সপ্তাহের মধ্যে সম্পত্তি সংক্রান্ত সমস্ত তথ্য হলফনামা দিয়ে জানাতে হবে।
স্ত্রী-পুত্র এমনকি বউমার নামে কত সম্পত্তি রয়েছে সেই তথ্য দিতে হবে। এছাড়া ভবিষ্যতে আর কোনো সম্পত্তি নিজের বলে দাবী করতে পারবেন না। আগামী ৫ ই জুলাই হলফনামা জমা দেওয়ার শেষ তারিখ। আর এই হলফনামায় দেওয়া তথ্যকেই সঠিক বলে মনে করা হবে।’’