নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ প্রবল বৃষ্টির জেরে কংসাবতী নদী ফুলে ফেঁপে উঠেছে। এরই মধ্যে হাতির পাল প্রায় ১০ কিলোমিটার জলে ভেসে নদীর পাড়ে উঠল। এই পালে মোট ৯ টি হাতি আছে। এই ঘটনায় এলাকা জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় ২ টো নাগাদ হাতির পাল মানিকপাড়ার ডুমুরিয়া এলাকায় প্রবেশ করে। নদীতে জল বেশী থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর অবশেষে নদীতে নেমে জলের স্রোতে কোনোভাবে প্রায় ১০ কিলোমিটার ভেসে পশ্চিম মেদিনীপু্রের গুড়গুড়িপাল থানার লোহাটিকরী সংলঘ্ন এলাকায় নদীর পাড়ে ওঠে। এমনকি কোনোরকমে শুঁড় উঁচিয়ে হস্তী শাবকদের নিয়ে জল পার করে নদীর পাড়ে ওঠে।
Sponsored Ads
Display Your Ads Here
এলাকাবাসীদের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, “কংসাবতী নদীতে প্রচুর জল থাকলেও বন দপ্তর হাতিকে তাড়ানোর চেষ্টা করছে না”। কিন্তু বন দপ্তরের তরফ থেকে বলা হয়েছে, “হাতির পালটির হানায় সম্প্রতি ঝাড়গ্রাম জেলায় দু’জনের মৃত্যু হয়েছে। এরপর থেকে হাতির পালটিকে সরিয়ে ফেলার চেষ্টা চালানো হচ্ছে”।
Sponsored Ads
Display Your Ads Here