অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল হঠাৎই বেহালার পর্ণশ্রী এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। সিপিএম ও বিজেপি কর্মী-সমর্থকেরা একই বিষয় নিয়ে বিক্ষোভ দেখাতে এসে হাতাহাতিতে জড়িয়ে পড়ে এক ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়।
প্রসঙ্গত, গত ৫ ই মার্চ পর্ণশ্রী থানা এলাকার একটি ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ১৯ বছর বয়সী তমোজিৎ সর্দার, ২০ বছর বয়সী রথীন্দ্র নায়েক, দেবজ্যোতি দত্ত ও ২৪ বছর বয়সী সঞ্জয় হালদারকে গ্রেফতার করা হয়। এরপর গতকাল আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক ১৮ ই মার্চ অবধি পুলিশী হেফাজতের নির্দেশ দিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর তথা মেয়র পারিষদ অভিজিৎ মুখোপাধ্যায়ের পুত্র দেবজ্যোতি মুখোপাধ্যায়ের নাম জড়ানোয় সিপিআইএম সদস্যেরা দেবজ্যোতিকে গ্রেফতারীর দাবীতে পর্ণশ্রী এলাকায় পথ অবরোধ করেন। এর কিছুক্ষণ পরে আবার একই দাবীতে অগ্নিমিত্রা পাল সহ বিজেপির কর্মী-সমর্থকেরা পর্ণশ্রী থানার সামনে রাস্তায় বসে পড়েন।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে বিজেপির কর্মী-সমর্থকরা একই দাবী নিয়ে বিক্ষোভ দেখাতে এলেও সিপিএম ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। যা হাতাহাতি পর্যায় গড়িয়ে যায়। এর জেরে গোটা এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। অবশেষে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি আয়ত্তে আনে।
Sponsored Ads
Display Your Ads Here