রায়া দাসঃ কলকাতাঃ আগামীকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে জুনিয়র মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ একটি বিবৃতিতে জানায়, ‘বৃহস্পতিবার প্রধান বিচারপতির বেঞ্চ বসছে না।’ তাতে মামলার শুনানি ঘিরে অনিশ্চয়তা তৈরী হয়েছে।
সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘৫ ই সেপ্টেম্বর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আদালতে বসবেন না। তাই তাঁর বেঞ্চ বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি জেবি পারদিওয়ালার সাথে বসছে না। তবে বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি জেবি পারদিওয়ালা পৃথক ভাবে বেঞ্চ বসাবেন। আর দশ নম্বর কোর্টের কিছু মামলা শুনবেন। ওই বেঞ্চে কোন কোন মামলা শোনা হবে, পরে তালিকা প্রকাশিত হবে। আর জি কর কাণ্ডে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য মামলাকারীর পক্ষে লড়ছেন। ফলে বৃহস্পতিবার শুনানি থাকায় এদিন সন্ধ্যাবেলাই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন।
Sponsored Ads
Display Your Ads Here
তবে পথে জানতে পারেন, ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ না বসছে না। সেই কারণে বিমানবন্দর থেকে বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, ‘‘এটা আগে থেকে আমাদের জানানো উচিত ছিল। এখন বেঞ্চ না বসার কথা জানতে পারছি। এতে আমাদের সময়, টাকা দু’টোই নষ্ট হলো।’’ উল্লেখ্য, গত সোমবার সুপ্রিম কোর্টে নবান্ন অভিযানে ধৃত ছাত্রনেতা সায়ন লাহিড়ীর মামলার শুনানি ছিল। সেই শুনানিও ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে হওয়ার কথা ছিল। কিন্তু সেদিনও প্রধান বিচারপতির বেঞ্চ বসেনি। যদিও বিচারপতি মনোজ মিশ্র ও জেবি পারদিওয়ালার বেঞ্চে ওই মামলার শুনানি হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here