চয়ন রায়ঃ কলকাতাঃ দু’দিন পেরোতে না পেরোতেই আজ আবারও মা উড়ালপুলে দুর্ঘটনা ঘটলো। এদিন সকালবেলা ৮ টা ৩০ মিনিট নাগাদ তিলজলা ট্র্যাফিক গার্ডের কাছে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মেরে ছিটকে উড়ালপুল থেকে নীচে পড়ে যায়। সকাল সকাল এই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকলো মহানগর।
জানা গেছে, দ্রুত গতির একটি বাইক পার্ক সার্কাসের দিক থেকে আসছিল। বাইকে দুই জন আরোহী ছিলেন। কিন্তু আচমকা বাইকটি সায়েন্স সিটির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মারে। তবে চালক কোনোভাবে রক্ষা পেলেও বাউজে আরোহী যুবক বাইক থেকে ছিটকে উড়ালপুল থেকে আশি ফুট নীচে পড়ে যায়। এরপরই ওই যুবককে গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাটি ঘটেছে কিভাবে তা খতিয়ে দেখছে।