রায়া দাসঃ কলকাতাঃ টালিগঞ্জের একটি বাড়ি থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ। মৃত্যুকালীন সময় ওই গৃহবধূর হাতের তালুতে সুইসাইড নোট লেখা ছিল। ওই সুইসাইড নোটে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য আমার শাশুড়ি দাই’। মৃত গৃহবধূ ২০ বছর বয়সী পূজা চন্দ।
বুধবার রাতেরবেলা বাড়িতেই পূজার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, এক বছর আগে পূজার বিয়ে হয়েছিল কিন্তু শ্বশুরবাড়িতে প্রচণ্ড অশান্তি চলছিল।
পূজার বাবা টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ৩০৪ বি ধারায় মামলা দায়ের করেছে। পণের জন্য শ্বশুরবাড়ি থেকে কোনোরকম চাপ দেওয়া হচ্ছিল কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। আপাতত পূজার স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে।