নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ গতকাল মুর্শিদাবাদের বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকায় ঘর থেকে উদ্ধার হয়েছে ২৩ বছর বয়সী তনুশ্রী গোস্বামী নামে এক ডাক্তারী ছাত্রীর ঝুলন্ত দেহ।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ছোটোবেলা থেকে তনুশ্রী বাবার চাকরীর সুবাদে পাঞ্জাবে থাকত। এরপর বিদ্যালয়ের পড়াশোনা শেষ করার পর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ডাক্তারী পড়ার সুযোগ পেয়ে ভর্তি হন। ইন্দ্রপ্রস্থে দাদু-ঠাকুমার সাথে একই বাড়িতে থাকতেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
তনুশ্রীর ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, সে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক জন চিকিৎসকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। আর সেই সম্পর্কে জটিলতার কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে মনে করা হয়। তনুশ্রীর মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যেরা পাঞ্জাব থেকে বহরমপুর পৌঁছে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
আপাতত পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি অভিযোগের ভিত্তিতে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন।’’