নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ গতকাল হুগলীর পোলবার পাটুল এলাকায় ঘর থেকে উদ্ধার হয়েছে এক দম্পতির ঝুলন্ত দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, গত মার্চ মাসে জিরাটের বাসিন্দা প্রিয়জিৎ ঘোষ স্ত্রীকে নিয়ে ওই এলাাকার বাসিন্দা জয়ন্ত দের বাড়িতে ভাড়া নেন। প্রিয়জিৎ হুগলীর সুগন্ধায় দিল্লি রোডের ধারে একটি বিস্কুট কারখানায় কাজ করতেন। কিন্তু গতকাল সকালবেলা থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। এতে প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় পোলবা থানার পুলিশের কাছে খবর দেওয়া হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার করে মৃতদেহ চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, ওই দম্পতি আত্মহত্যা করেছেন। তবে এই আত্মহত্যা কি কারণে করেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।