Indian Prime Time
True News only ....

এবার হাসপাতালের বাইরে রোগীর সাথে ফ্যান আনার পোস্টার পড়লো

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা এক নম্বর ব্লকের ক্ষীরপাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বাইরের পোস্টার দেখে চক্ষুচড়ক সকলের। পোস্টারে লেখা, ‘‘ক্ষীরপাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা। রোগী ভর্তি করিতে আসিলে সঙ্গে করে পাখা বা ফ্যান আনিবেন।’’

গরমের তীব্র দাপটের মধ্যে এই পোস্টারকে ঘিরে ইতিমধ্যেই হাসপাতাল চত্বরে শোরগোল পড়ে গিয়েছে। এই পোস্টার প্রকাশ্যে আসার পর রোগীর পরিজনেরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে পর্যাপ্ত পাখার ব্যবস্থা না করার অভিযোগ এনে সরব হয়েছেন। হাসপাতালের ব্লক মেডিকেল অফিসার (বিএমওএইচ) নিরঞ্জন কুতি জানান, ‘‘প্রথম থেকে হাসপাতালে যতগুলো পাখা লাগানো হয়েছিল, তার সবকটাই ঘুরছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

যদি অতিরিক্ত কিছু পাখা লাগানো যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু পোস্টার সম্পর্কে কিছু জানা নেই।’’ চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী পোস্টারকাণ্ড প্রসঙ্গে বলেন, ‘‘বিষয়টি শুনেছি। এখনো অবধি এই বিষয়ে কেউ অভিযোগ জানাননি। বিএমওএইচকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে রোগীদের কোনো অসুবিধা না হয় তার জন্য দ্রুত পাখার ব্যবস্থা করতে।’’

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সারেঙ্গী বলেছেন, ‘‘হাসপাতালে এমন কোনো পোস্টার লাগানো হয়নি। তাই কে বা কারা এই পোস্টার দিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ তার খোঁজও শুরু করেছেন। এছাড়া দীর্ঘ দিনের ওই হাসপাতালটির মাথায় টিনের চাল রয়েছে। ৬০ শয্যা বিশিষ্ট ওই হাসপাতালে পাখার ব্যবস্থা রয়েছে। তবে প্রচণ্ড গরমের কারণে পাখার বাতাস কম বলে মনে হতেই পারে। কোনো জায়গায় অতিরিক্ত পাখা লাগানোর প্রয়োজন আছে কিনা তা দেখে সেখানে পাখা লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।’’

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored