চয়নঃ কলকাতাঃ আজ নিউটাউনের নতুন পুকুর এলাকার রামকৃষ্ণ সেবা মিশনে রাঁধুনির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনার খবর চাউর হতেই এলাকার বাসিন্দারা রামকৃষ্ণ সেবা মিশনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। রামকৃষ্ণ সেবা মিশনের মহারাজকে মারধরের ভিডিয়োও প্রকাশ্যে এসেছে।
রামকৃষ্ণ সেবা মিশন সূত্রে জানা গেছে, মৃত রাঁধুনি দক্ষিণ চব্বিশ পরগণার বাসিন্দা রোহিত হালদার। সকালবেলা থেকে অনেক ডাকাডাকির পরও সাড়া না পাওয়ায় দরজা ভাঙতেই রোহিতের দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়।
তার এই মৃত্যুর জন্য এলাকার বাসিন্দারা রামকৃষ্ণ সেবা মিশন কর্তৃপক্ষকেই দায়ী করে বিক্ষোভ দেখাতে থাকেন। টেকনো সিটি থানার পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। বিক্ষুব্ধ পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
টেকনো সিটি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু এখনো অবধি এই ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা না হলেও অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে। আপাতত এই ঘটনায় কাউকেই গ্রেপ্তার করা হয়নি।
রামকৃষ্ণ সেবা মিশনের মহারাজ বলেছেন, ‘‘সম্প্রতি রামকৃষ্ণ সেবা মিশনের একটি চুরির ঘটনায় রোহিত ও আরেক জনের উপর আমাদের সন্দেহ ছিল। আমরা তাদের জানিয়েও ছিলাম। তারা চুরির ঘটনার সাথে জড়িত ছিল কিনা তা সরাসরি জানতে চেয়েছিলাম। এর মধ্যেই এই ঘটনা ঘটে গেলো।’’