জঙ্গলের মধ্যে উদ্ধার ১ ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ
নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরে একজন ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। মৃত ব্যক্তির নাম বিকাশ মল্লিক। বয়স ৪২। সে বিধাননগরের বাসিন্দা।
সূত্রের খবরের ভিত্তিতে জানা গিয়েছে, যে এদিন স্থানীয়রা চিকনমাটি ফরেস্টের মধ্যে ওই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা পুলিশকে খবর দেন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিধাননগর থানার পুলিশ ছুটে যায়।
এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। তবে ওই ব্যক্তি কি কারণে আত্মহত্যা করল তা এখনো পর্যন্ত জানা যায়নি। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ।