নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ কোচবিহার মেডিকেল কলেজের হস্টেল থেকে উদ্ধার হয়েছে ১ জন ছাত্রীর ঝুলন্ত দেহ। মৃত পূর্ব বর্ধমানের বাসিন্দা স্নিগ্ধা কুণ্ডু। বয়স ২৪ বছর। স্নিগ্ধা প্রথম বর্ষের ছাত্রী ছিল।
কলেজ সূত্রে খবর, গতকাল কলেজের এক জন ছাত্রী হস্টেলের স্টাডি রুমের দরজা ভিতর থেকে বন্ধ দেখে নিরাপত্তারক্ষীদের খবর দিলে নিরাপত্তারক্ষীরা এসে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন প্রথম বর্ষের ওই ছাত্রীর ঝুলন্ত দেহ। এরপর দ্রুত কলেজ কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে কলেজ কর্তৃপক্ষ কোতয়ালি থানার পুলিশের কাছে খবর দেন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। এছাড়া পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছেন। এর পাশাপাশি স্নেহার পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়।