দীপঙ্কর গোস্বামীঃ মালদাঃ মালদার হব্বিপুরের মঙ্গলপুরা গ্রামে আদিবাসী যুবতীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গ্যাং রেফ করা হলো।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় একটি বিয়ের কন্যাযাত্রী থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় দুইটি মোটরবাইক দুই বোনের পথ আটকায়। এরপর তাদের রাস্তা থেকে তুলে নিয়ে পাশের একটি জমিতে ও পুকুর পাড়ে নিয়ে যায়। সেখানে গণধর্ষন করে বলে অভিযোগ ওঠে।
Sponsored Ads
Display Your Ads Here
https://www.youtube.com/watch?v=z_N14vk3Ht0
Sponsored Ads
Display Your Ads Hereতাদের খোঁজাখুঁজি করতে করতে পরিবারের লোক ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। কিন্তু পরিবারের সদস্যরা অভিযুক্তদের একজনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।
Sponsored Ads
Display Your Ads Hereএই নির্মম ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরী হয়েছে।