নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গতকাল দিল্লির গ্রেটার নয়ডায় মেয়ের হাতে প্রাণ হারালো মা। সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে যে, স্বামীর সাথে বিচ্ছেদ হওয়ার পর মেয়েকে নিয়ে গ্রেটার নয়ডায় একটি আবাসনে থাকতেন। সন্ধ্যাবেলায় মেয়ে বাড়ি ফেরার পর ওই মহিলা মেয়েকে বাসন পরিষ্কার করতে বলায় মেয়ে খুব রেগে যায়। আর তাতেই এক কথা দু’কথায় বচসা শুরু হয়।
এরপর আচমকাই মেয়ে হাতে থাকা ফ্রাইং প্যান দিয়ে মায়ের মাথায় পর পর আঘাত করে। তারপর মহিলা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে অচৈতন্য হয়ে গেলে ওই কিশোরী প্রতিবেশীদের ডেকে বলে যে, “হাঁটতে বেরিয়ে ঘরে ফিরে দেখি মা পড়ে গিয়ে আহত হয়েছেন।” এরপরই প্রতিবেশীরা মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ এই গোটা বিষয়ে ওই কিশোরীকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। কিন্তু তার কথায় অসঙ্গতি ধরা পড়ে। তারপরই পুলিশ প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করে। এছাড়া আবাসন সহ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। তবে ওই সময় আবাসনে বাইরের কাউকে প্রবেশ করতে বা বের হতে দেখা যায়নি।
তবে তদন্তকারীরা ফের ওই কিশোরীকে কড়াভাবে জেরা করতেই ওই কিশোরী সমগ্র ঘটনাটি স্বীকার করে। এর পাশাপাশি ওই কিশোরীর বিরুদ্ধে তার মামা অভিযোগ দায়ের করতেই পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তা কিশোরীর বিরুদ্ধে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা দায়ের করে তাকে হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।