নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর শহরের কোতোয়ালি থানার খাসজঙ্গল ফড়িংডাঙা এলাকায় ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এমনকি ওই বাড়ি থেকে প্রতিবেশী এক যুবককে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতরা হলো ২৩ বছর বয়সী নিয়তি মান্ডি ও সমর মান্ডি।
স্থানীয় সূত্রে জানা যায়, নিয়তি দেবী পুত্র সন্তানকে নিয়ে বাড়িতে থাকতেন। আর স্বামী ঝন্টু মান্ডি কর্মসূত্রে ভিন্রাজ্যে থাকতেন। এদিন সকাল গড়িয়ে যাওয়ার পরেও নিয়তির বাড়ির দরজা বন্ধ থাকায় প্রতিবেশীরা অনেক ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া-শব্দ না পাওয়ায় জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখেন, ঘরের ভিতরে নিয়তি এবং সমরের দেহ ঝুলছে। এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠায়।
Sponsored Ads
Display Your Ads Here
প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, বিবাহ-বহির্ভূত সম্পর্কের জটিলতা থেকে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তবে গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত সদস্যা গুরুবারি হেমব্রম জানান, ‘‘সকালে খবর পাই দেওর-বৌদির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। খুবই দুঃখজনক ঘটনা। আমরা পুলিশী তদন্তের উপর ভরসা রাখছি।’’
Sponsored Ads
Display Your Ads Here