ব্যুরো নিউজঃ টোকিওঃ টোকিওয় অনুষ্ঠিত প্যারালিম্পিকে ভারতের দুরন্ত পারফরম্যান্স অব্যাহত। ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গলসের SL3 ক্লাসের ফাইনালে প্রমোদ ভগত সোনা জিতলেন। স্ট্রেট সেটে ব্রিটিশ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ভারতের ঝুলিতে চতুর্থ সোনার পদক আসলো।
একই ইভেন্টে আরেক ভারতীয় শাটলার মনোজ সরকার ব্রোঞ্জ জিতলেন। এদিন ম্যাচের শুরু থেকেই প্রমোদ ব্রিটিশ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে দুরন্ত ছন্দে ছিলেন। প্রথম সেটটি ২১-১৪ ফলে জিতে নেন। এরপর দ্বিতীয় সেটে ২১-১৭ ফলে জয়ী হন। এই নিয়ে ভারতীয় অ্যাথলিটরা দ্বিতীয় সোনার পদকটি জিতলেন।
এর আগে প্রমোদ ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গলসের SL3 ক্লাসের ফাইনালে পৌঁছে রুপো নিশ্চিত করেছিলেন। জাপানের ডাইসুকেকে স্ট্রেট গেমে হারিয়ে ফাইনালে ওঠেন। মাত্র ৩৬ মিনিটেই লড়াইয়ে জয়ী হন। উল্লেখ্য, এবারই প্রথম প্যারালিম্পিকে ব্যাডমিন্টনের অন্তর্ভুক্তি হয়েছে। আর প্রমোদ ভগত প্রথম ভারতীয় প্যারালিম্পিয়ান হিসেবে সোনা জিতে নয়া রেকর্ডের অধিকারী হলেন।