নিজস্ব সংবাদদাতাঃ আজ চার পুরনিগমের ২২৬ টি ওয়ার্ডের ভোট গণনা। এবারও বিধাননগর,আসানসোল, চন্দননগর ও শিলিগুড়িতে হওয়া পুরসভা ভোটে বিপুল ভোটে এগিয়ে তৃণমূল। আর এই প্রথম তৃণমূলের হাতে শিলিগুড়ি পুরসভা দখলে এসেছে।
বিধাননগরে ৩৬ টি ওয়ার্ডে তৃণমূল এগিয়ে। আসানসোলে ৫৩ টি ওয়ার্ডে তৃণমূল এগিয়ে। চন্দননগরে রাম চক্রবর্তী এগিয়ে। এছাড়া চন্দননগর পুরনিগমের মোট ১৭ টি ওয়ার্ডে (১, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৮, ১৯, ২০, ২১) তৃণমূল এগিয়ে।
শিলিগুড়িতে গৌতম দেব তিন হাজারেরও বেশী ভোটে এগিয়ে আছেন। তাছাড়া মোট ১১ টি ওয়ার্ডে তৃণমূল এগিয়ে আছে। অন্যদিকে শিলিগুড়ি পুরনিগমের ছ’নম্বর ওয়ার্ডে তৃণমূলের মহম্মদ আলম খানের কাছে সিপিএম প্রার্থী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য ৩০০ এর বেশী ভোটে পরাজিত হয়েছেন।
এই চার পুরনিগমের বিপুল ভোটে এগিয়ে থাকার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এই জয় মানুষের জয়। শান্তিপূর্ণ ভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাতে এই ফল হয়েছে। আমরা খুশী।’’