ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ সমগ্র পাকিস্তান জুড়ে যেমন খাদ্যসঙ্কট চরমে পৌঁছেছে তেমনই দেশ জুড়ে চাল-গমের দাম আকাশ ছুঁয়েছে। সাধারণ মানুষ সামান্য খাবারের জন্য হাহাকার করছেন। আর এর মধ্যে দেশের মানুষের এক সংকটজনক অবস্থা প্রকাশ্যে এসেছে। যা নিতান্তই এক করুন দৃশ্য।
যেখানে দেখা গিয়েছে, স্থানীয় প্রশাসনিক আধিকারিকেরা বাজারের মধ্যে কম ভর্তুকিযুক্ত আটা বিতরণ করার সময় সেই আটা সংগ্রহ করতে হুড়োহুড়ি পড়ে যায়। আর লাইনে থাকা এক জন ব্যক্তি অন্য এক জনকে খোলা নর্দমায় ঠেলে ফেলে দেন। কিন্তু বিশৃঙ্খলা বাড়তে থাকলে ভিড় থেকে বেরিয়ে অন্য এক জন ব্যক্তি বাকি সকলকে নর্দমার দিকে ঠেলতে শুরু করলে এক জন ব্যক্তি নর্দমায় পড়ে যান।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য, দেশের সিন্ধু, খাইবার পাখতুনওয়া ও বালুচিস্তান প্রদেশের বেশ কয়েকটি এলাকায় গমের ঘাটতি দেখা দিয়েছে। সরকারের দেওয়া খাদ্যশস্য সংগ্রহ করতে গিয়ে বেশ কয়েক জন পদপিষ্ট হয়েছেন। প্রসঙ্গত, বর্তমানে করাচিতে এক কেজি আটা ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর পেশোয়ার এবং ইসলামাবাদে দশ কেজি আটার ব্যাগ প্রতি কেজি দেড় হাজার টাকায় বিক্রি হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here