পিঙ্কি পালঃ কলকাতাঃ আজ দুপুরবেলা প্রায় ২ টো ৩০ মিনিট নাগাদ মধ্য কলকাতার মল্লিকবাজারের সিরাজ রেস্তোরাঁয় আগুন লাগে। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। রেস্তোরাঁ সহ গোটা এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
এই ঘটনার সাথে সাথে তড়িঘড়ি রেস্তোরাঁয় উপস্থিত লোকেদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পাশাপাশি দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়। দমকল বাহিনী ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে রান্নাঘর থেকেই এই আগুন লেগেছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এখনো অবধি ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। যদিও আগুন লাগলো কিভাবে তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।